ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার চেয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ শিক্ষার্থীরা।<br /><br />এদিকে নুরসহ শিক্ষার্থীদের হলে হামলাকারী আখ্যা দিয়ে বিচারের দাবিতে তাদের পাশেই পাল্টা অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এ সময় তারা অবস্থানকারী শিক্ষার্থীদের কটূক্তি করে বিভিন্ন স্লোগান দেয়। মঙ্গলবার রাত ১০টা থেকে পাল্টাপাল্টি এ অবস্থান ও বিক্ষোভ চলছে।